নরসিংদীর মনোহরদী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া (৪২) নমে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে, গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে সেখান থেকে মনোহরদী থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে না পেরে নরসিংদী পিবিআইকে খবর দেয় পুলিশ। পরে পিবিআই নরসিংদীর একটি দল এসে লাশের পরিচয় শনাক্ত করে। পরে লাশের সুরতহাল করে মনোহরদী থানায় নিয়ে আসে পুলিশ।
এদিকে পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টায় পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে যায় একদল চোর। এসময় টের পেয়ে টহলরত পুলিশ ও গ্রামবাসী তাদের ধাওয়া করে। তারা পালিয়ে পিকআপভ্যান নিয়ে মনোহরদীতে প্রবেশ করতে গিয়ে ব্রিজে ওঠার সময় গাড়ির চাকা কাঁদায় আটকে যায়। অবস্থা বেগতিক দেখে তারা গাড়ি রেখেই পালিয়ে যায়। এসময় গাড়ি থেকে চুরি হওয়া তিনটি গরু ও চুরির সরঞ্জাম তালা কাটার, ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে তা কাপাসিয়ার পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে- রুবেল এই গরু চোর চক্রের সদস্য। নদী সাঁতরে পালানোর সময় ডুবে তার মৃত্যু হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহাতাবুর রহমান জানান, নিহতের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় তিনটি ও নরসিংদীর শিবপুর থানায় দুইটি মামলা রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কাপাসিয়ায় চুরির ঘটনায় পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ