ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গোয়াইনঘাটে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, সেপ্টেম্বর ২০, ২০২৫
গোয়াইনঘাটে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আলী আহমদকে।

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে রুবেনা বেগম (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার  স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিকে বিছানাকান্দি বগাইয়া লিডার বস্তি গ্রামের শ্বশুরালয়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুবেনা বেগম ওই গ্রামের আলী আহমদ স্ত্রী।  

স্থানীয়রা জানান, স্বামী আলী আহমদ বাইরে থেকে এসে স্ত্রীকে খাটে শুয়ে থাকতে দেখেন। তাতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর তিনি নিজে দা দিয়ে তার শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আলী আহমদ। গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।