ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভোলায় মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, সেপ্টেম্বর ৭, ২০২৫
ভোলায় মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা মাওলানা আমিনুল হক নোমানী

ভোলা সদর উপজেলার বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

রাত ১০টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
নিহত আমিনুল হক ভোলা দরুল হাদিস কামিল মাদরাসার মোহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক।

নিহত মাওলানা আমিনুল হকের বাড়ির দরজার মাদ্রাসার শিক্ষক মো. জহিরুল ইসলাম জানান, তার স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। শনিবার রাত ৯টার দিকে বাসার পাশের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাসায় যান। এর কিছুক্ষণ পর বাসার পাশের এক ছেলে এসে তাকে জানায় মাওলানা আমিনুল হকের বাসার ভেতর থেকে চিৎকারের শব্দ আসতেছে। এরপর সে বাসার গেট বন্ধ পেয়ে টিনের বেড়া সরিয়ে বাসায় গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে দিয়ে লাগানো। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন আমিনুল হক রক্তাক্ত অবস্থায় ছটপট করছেন। এ অবস্থায় আশপাশের লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  

এদিকে আমিনুল হকের মৃত্যুর খরবে বিভিন্ন ইসলামিক দলের নেতারা ও এলাকাবাসী হাসপাতালে ছুটি আসেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে রাত ১১টার দিকে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন তারা।

সভায় থেকে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আানার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ নিহতের বিষয় নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।