হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাব্বির মিয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার রাধাপুর ও কাকুড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত সাব্বির মিয়া রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে রাধাপুর ও কাকুড়া গ্রামের দুইদল অটোরিকশাচালকের মধ্যে বিবিয়ানা-জামারগাঁও সড়কে চলাচল নিয়ে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দু’পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সাব্বির মিয়া।
এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রাধাপুর ও কাকুড়া গ্রামের সংঘর্ষের সময় জামারগাঁও ও করিমপুর গ্রামের লোকজনও যুক্ত হয়ে পড়ে। নিহত সাব্বির মাঠে ধানের জমিতে কাজ করছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
দুপুর ১টার দিকে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, সোমবার রাতে অটোরিকশাচালকদের বিরোধকে কেন্দ্র করেই মঙ্গলবার সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ