ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

৩ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, সেপ্টেম্বর ২, ২০২৫
৩ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর ফের ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহারাষ্ট্রের নাসিক শহর থেকে টমেটো বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

চট্টগ্রামের বড় বাজার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব টমেটো দেশে এনেছে। প্রথম দিনই ২৮ টন টমেটো আমদানি হয়েছে। শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতিকেজি টমেটো আমদানিতে গুনতে হচ্ছে ৬১ টাকা।

আমদানিকারক এনামুল হক বাংলানিউজকে জানান, দেশে চাহিদা বাড়ায় তারা নাসিক থেকে টমেটো আমদানি শুরু করেছেন। বর্তমানে বন্দরে প্রতিকেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা অব্যাহত থাকলে পর্যায়ক্রমে আরও টমেটো আমদানি করা হবে।

হিলি উদ্ভিদ সংগোনিরোধ দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের ৬ আগস্ট এ বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর ফের টমেটো আসায় স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।