খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা ইউএনও মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এডি/এসআরএস