ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমেক হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, আগস্ট ৩১, ২০২৫
কুমেক হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান কুমেক হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান চালানো হয়

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের সামনের সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।  

রোববার (৩১ আগস্ট) কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতমাতুজ জোহরা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাতের প্রায় এক দশকের ‘জঞ্জাল’ উচ্ছেদ করা হয়। সরিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স এবং সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সড়ক মুক্ত হওয়ায় খুশি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা।

ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়ার এক রোগীর স্বজন মামুনুর রশিদ, বুড়িচং উপজেলার কংশনগর এলাকার শাহ দুলাল, মুরাদনগর উপজেলার শান্ত মিয়া ও চাঁদপুরের রোগী মোবারক হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। এখানে প্রতিদিন কয়েক হাজার রোগী যাতায়াত করেন। এ হাসপাতালের সামনের সড়কের ফুটপাত দখল ছিল এক দশকের বেশি সময়। সেখানে হকাররা অবস্থান করেন। এছাড়া অটোরিকশা ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড করা হয়েছে অবৈধভাবে। এতে রোগীর গাড়ি যানজটে আটকা পড়ে। এখানে হাঁটাও কষ্টকর ছিল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, এখানে সড়ক দখলের কারণে রোগীদের চলাচলে সমস্যা হচ্ছিল। তাদের সরিয়ে দিলে আবার বসে পড়ে। এবার প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতমাতুজ জোহরা বলেন, ফুটপাত দখল করে দোকান বসানো, অটোরিকশা ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড স্থাপন করা হয়েছিল। এতে রোগী ও পথচারীরা দুর্ভোগে পড়তেন প্রতিদিন। এ সমস্যা দীর্ঘদিনের। এ অংশে সব সময় যানজট লেগে থাকত। ডাক্তার ও রোগীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।