ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা, যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ২১, ২০২৫
খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা, যুবক আটক

খুলনা: খুলনায় আছিয়া বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলায় উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড় সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক হ‌লেন নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছে‌লে মো. হো‌সেন কাজী। তাকে ওই বা‌ড়ির ছা‌দের এক‌টি পা‌নির টাংকির মধ্য থে‌কে আটক করা হয়।

নিহত আছিয়া বেগম একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, আটককৃত মো. হোসেন কাজীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।