ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ময়মনসিংহে এনসিপির কমিটি থেকে ৪ সদস্যের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, আগস্ট ২৫, ২০২৫
ময়মনসিংহে এনসিপির কমিটি থেকে ৪ সদস্যের পদত্যাগ পদত্যাগ করা এনসিপির চার সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সমন্বয় কমিটি থেকে চার সদস্য পদত্যাগ করেছেন। এ নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের কাছে এই পদত্যাগ পত্রের অনুলিপি দেওয়া হয়।  

এর আগে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বরাবর লিখিতভাবে এই পদত্যাগপত্র পাঠানো হয়।  

পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন- আমরা ওই দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি আমি এখনো অবগত নই। তারা কেন পদত্যাগ করবে, তাও আমার জানা নেই।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।