ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

ভ্যান ছিনিয়ে নিতে চালক হত্যা:

একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবারটি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৯, আগস্ট ১৮, ২০২৫
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবারটি!

মাদারীপুর জেলার শিবচরে সম্প্রতি বেড়েছে অটোভ্যান (ব্যাটারি চালিত) ছিনতাই। শিবচরের পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ঘটছে এমন ঘটনা।

শুধু ভ্যান ছিনতাই নয়, চালক হত্যার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। ফলে আতঙ্ক বিরাজ করছে ভ্যান ও ইজিবাইক চালকদের মধ্যে। গত ১২ আগস্ট নিখোঁজের ১২ দিন পর শিবচরের এক ভ্যান চালকের মরদেহ মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ!

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের প্রত্যেকটি সদস্য! এমনই একটি পরিবারের সাথে কথা হয় বাংলানিউজের এই প্রতিবেদকের।

সরেজমিনে শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে নিহত ভ্যানচালক মিজান শেখের বাড়িতে গিয়ে দেখা গেছে সুনসান নিরবতা। চুলায় ভাতের হাঁড়িতে ফুটছে পানি। দুই/আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে বিরস মুখে বসে আছেন রাহিমুন বেগম। ঘরের দুয়ারে বসে অপলকভাবে তাকিয়ে আছে প্রায় সত্তর বছর বয়সী মোসাম্মাদ বেগম; নিহত মিজানের মা। নিহত মিজানের ৮/১০ বছর বয়সী দুই ছেলেও বাবার শোকে পাথর!

কাঁদতে কাঁদতে নিহত মিজানের বৃদ্ধ মা মোসা. বেগম বলেন, আমার ছেলে সহজ-সরল। ভ্যান চালাইয়া কামাই করে। আমি, ছেলের বউ আর ২ ছেলে ১ মেয়ে। মোট ৫ জনের সংসার চলতো আমার ছেলের কামাই-রোজগারে। আরও আগে একবার ভ্যান চুরি হইয়া যায়। এরপর আবার ধারদেনা কইরা ভ্যান বানাই। এবার ভ্যানের সাথে আমার পোলাও গ্যাছে!

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, সকালবেলা ভাত না খাইয়া ভ্যান নিয়ে বাইর হইলো। আমারে বলে, মা, ভাত আইয়া খামু। পোলায় আর আইলো না। কোন জায়গায় পোলার খোঁজ পাইতেছিলাম না। একদিন যায়, দুইদিন যায়। এভাবে এক সপ্তাহ পার হইয়া গেলো। পোলায় ফিরলো না। ১২ দিন পর পুলিশে পোলার লাশ উদ্ধার করে। আমার পোলারে মাইরা হাত-পা বাইন্ধা মাটি চাপা দিয়া রাখছিল। একটা ভ্যানের জন্য আমার পোলারে মাইরা ফালাইলো। ওরে ধাক্কা দিয়া রাস্তায় ফালাইয়া ভ্যান নিয়া যাইতো। আহা! আমাগো দেহনের কেউ নাই!

হত্যার শিকার মিজান শেখের স্ত্রী রাহিমুন বেগম বলেন, আমার স্বামীরে যারা হত্যা করছে তাগো ফাঁসি চাই। আমার ছোট অবুঝ বাচ্চা সারাক্ষণ বাপের জন্য কান্দে। আমাগো কামাই-রোজগার করার কেউ নাই!

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে শিবচরের বিভিন্ন স্থানে চালক হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ৪ টি ঘটনা রয়েছে। এর মধ্যে গত ১২ আগস্ট ১২ দিন নিখোঁজের পর মাদবরেরচর এলাকায় মিজান শেখ নামের এক ভ্যানচালকের মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয় জড়িতদের। এছাড়াও প্রায়ই উপজেলার বিভিন্ন স্থান থেকে অটোভ্যান ছিনতাই হচ্ছে বলেও জানা গেছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর মার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের বলেন, শিবচরে গত কয়েক মাসে অটো ভ্যান ছিনতাই ও চালক হত্যার কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শিবচরের পাঁচ্চর কেন্দ্রিক এলাকায় একটি চক্র রয়েছে, যারা এই কাজের সাথে জড়িত। চক্রটির কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো। এই চক্রটিকে নির্মূল করার জন্য আমরা কাজ করছি। তাছাড়া সন্ধ্যার পর আমাদের টহলও বাড়ানো হয়েছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।