ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, আগস্ট ১১, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনিদের বিচার দাবিতে সোমবার ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের মানববন্ধন

ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে একাত্মতা ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন, সহসাধারণ সম্পাদক এম রবিউল ইসনলাম রবি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ সোহাগ আলী, ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এম কবির, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মানবাধিকার বাস্তবায়ন কমিটির মুখপাত্র আমিনুর রহমান টুকু, সাংস্কৃতি কর্মী শাহিনুর ইসলাম লিটন, কাউস গোরকী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়।  

একইসঙ্গে সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।