চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার(২৭ মে) ভোরে তাদের পুশ ইন করা হয়।
আটক ১৭ জনের মধ্যে পাঁচটি শিশু, ছয়জন নারী এবং ছয়জন পুরুষ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, প্রায় ১২ বছর আগে কুড়িগ্রাম এলাকার ছয় ব্যক্তিসহ অনেকে ভারতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে কেউ বিয়ে করে আবার কেউ বাংলাদেশ থেকে বিয়ে করে স্ত্রী নিয়ে যান। ওই দেশে বসবাস করে একটি ইটভাটায় কাজ করতেন আটক ১৭ জনের মধ্যে ছয়জন। সেখানে তাদের সন্তান জন্ম নেয়। সম্প্রতি সে দেশের পুলিশ অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে। এ অভিযানে এ ১৭ জনকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে দেয়। পরে বিএসএফ গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এসআই