ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

লক্ষ্মীপুরে চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ২৭, ২০২৫
লক্ষ্মীপুরে চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার গ্রেপ্তার ইমরান

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে চাঁদাবাজিসহ ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সন্ত্রাসী ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।  

ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম উদ্দিন মোল্লা পুরাতন বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। তার বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাটখিলে। দেওপাড়া তার নানার বাড়ি। তিনি চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগনে।

মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ওসি ফোর্সসহ গিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।  

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ইমরান চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আফজাল সড়কে থাকা একটি রড সিমেন্টের দোকান থেকে ব্যবসায়ী আবদুর রহমান আরজুকে অস্ত্রের মুখে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়। ঘটনার সময় আরজুর কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা এবং ব্র্যাকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে যায় সন্ত্রাসী ইমরান। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন আরজু।  

স্থানীয় সূত্র জানায়, ইমরান গত ৫ আগস্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তার অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে ওঠে।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অনেকদিন থেকেই ইমরানকে গ্রেপ্তারে অভিযান চলছিল। চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।