পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা ঘাটটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে ঘাটটির নিয়ন্ত্রণে ছিলেন টুকুর ছেলে আসিফ সামস রঞ্জন ও টুকুর ভাই, সাবেক পৌর মেয়র আব্দুল বাতেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা নিয়ন্ত্রণ ধরে রাখলেও, পরবর্তীতে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে এই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। কারা এর পেছনে আছে, সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছি না। তাই এ বিষয়ে আর কিছু বলতে পারছি না।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি দুই পক্ষের। এখানে বিএনপি ও আওয়ামী লীগ উভয়ের লোকজনই আছে। ব্যাপক গোলাগুলি হয়েছে। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্তের পর পরবর্তী তথ্য জানানো হবে।
সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমজে