ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মে ২১, ২০২৫
বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

বগুড়া শহরের রহমান নগর এলাকা থেকে অসুস্থ একটি ভুবন চিল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’।

বুধবার (২১ মে) সকালে চিলটি উদ্ধার করা হয়।

পরে পাখিটি সামাজিক বন বিভাগ, বগুড়া শাখার কাছে হস্তান্তর করে তীরের সদস্যরা।

তীরের সভাপতি আশা মনি বলেন, উদ্ধারের সময় দেখা যায় ভুবন চিলটি অসুস্থ। বন বিভাগের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুবন চিল আমাদের দেশীয় শিকারি পাখি। আবাস ও খাদ্য সংকটে এরা বিপন্ন হয়ে পড়ছে। সংরক্ষণে আমাদের সক্রিয় হওয়া জরুরি।

২০১১ সাল থেকে ‘তীর’ জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পদক পেয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।