ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নদীতে লাফ...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, মে ২১, ২০২৫
স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নদীতে লাফ... গৃহবধূকে উদ্ধারে ডুবুরি দল

স্বামীর নির্যাতন সইতে না পেরে মনের দুঃখে নদীতে লাফ দিয়েছেন ফরিদা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূ।  

বুধবার ( ২১ মে) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামে অবস্থিত করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, পীরগঞ্জ উপজেলার তরফমৌজা গ্রামের বাবু মিঞার মেয়ে ফরিদা ইয়াসমিনের বিয়ে হয় একই উপজেলার   মদনখালী ইউনিয়নের ঠাকুরদাশ লক্ষ্মীপুর গ্রামের গোলদার হোসেনের ছেলে আদম আলীর সঙ্গে।
বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে আদম আলী দ্বিতীয় বিয়ে করলে সংসারে সৃষ্টি হয় চরম অশান্তি ও নির্যাতন।  
একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে ফরিদা আত্মহত্যার পথ বেছে নেন। বুধবার সকালে এলাকার করতোয়া নদীতে নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে নদীতে লাফিয়ে পড়েন ফরিদা। একপর্যায়ে ডুবে যান।
 
পরে বিষয়টি পীরগঞ্জ থানার পুলিশকে জানানো হলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পরেও ফরিদাকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে ফরিদা ভেসে চলে গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।  

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।