ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাদুল্লাপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মে ২০, ২০২৫
সাদুল্লাপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের রুম্মান মিয়া লিমন

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লিমন ওই গ্রামের বাসিন্দা হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান নববিবাহিত লিমন। এ সময় মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে পাশের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন তারা। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়।  

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, লিমন দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। মঙ্গলবার বজ্রপাতে তার মৃত্যুর ঘটনায় দুই পরিবারসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সভাপতি মো. শফিউল ইসলাম জানান, বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন চন্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।