ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মোবাইল ‘চুরি’ সন্দেহে কিশোরকে বস্তাবন্দি করে নদীতে ফেলার চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ১৪, ২০২৫
মোবাইল ‘চুরি’ সন্দেহে কিশোরকে বস্তাবন্দি করে নদীতে ফেলার চেষ্টা, আটক ২ আটকরা

দিনাজপুরে মোবাইল ফোন চুরি সন্দেহে এক কিশোরকে (১৪) মারধরের পর বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (১৪ মে) দুপুরে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকরা হলেন- দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তার ভাতিজা নুর হাবীব নয়ন (১৯)।

মারধরের শিকার কিশোরের (১৪) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। সেসময় অভিযুক্ত কিশোর ওই দোকানে যাওয়ায় তাকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। আজকে সকাল ১১টায় ওই কিশোর টেম্পুতে করে কাজে যাওয়ার সময় নয়ন ও তার চাচা খাদিমুল পথরোধ করে টেম্পু থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন। বিভিন্ন এলাকা ঘুরে তারা তাকে নদীর ঘাটে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন। এসময় স্থানীয়রা দেখতে পেলে ওই কিশোরকে উদ্ধার করে নয়ন ও তার চাচাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মোবাইল ফোন চুরির সন্দেহে কিশোরকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছে। আটক খাদিমুলের নামে মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।