ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

পিআরে ফ্যাসিস্ট তৈরির সুযোগ নেই: চরমোনাই পীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, আগস্ট ২০, ২০২৫
পিআরে ফ্যাসিস্ট তৈরির সুযোগ নেই: চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ফেনী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। এ পদ্ধতিতে দেশের প্রতিটি ভোটার মূল্যায়িত হয়।

পিআরে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। প্রতিটি দলের অংশগ্রহণ থাকে।

তিনি আরও বলেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন। আজ ইসলাম পন্থিরা এক হয়েছে। আশা রাখছি ইসলামের পক্ষের লোকই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে৷

বুধবার (২০ আগস্ট) প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফেনীর আমির মুফতি আবদুল হান্নান ইসলামী আন্দোলনের জেলা একরামুল হক ভূঁইয়াসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

চরমোনাই পীর তার বক্তব্যে আরও বলেন, একটি শ্রেণি ইসলামী আন্দোলনের বিষয়ে অযৌক্তিকভাবে গালাগাল করছে৷ এ দল রাজনীতি মাত্র কয়েকটা এমপির জন্য করে না। মানুষ ও মানবতার জন্য রাজনীতি করে৷

ইসলামী আন্দোলন কখনো কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়নি৷ যারা সমালোচনা করছেন অনুরোধ করবো নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখেন। আপনারা দেশকে বারবার চুরির দিক থেকে প্রথম করেছেন। আপনারা বিদেশের দালালি করেছেন। ৫ আগস্টে ছাত্র-জনতার জানমালের বিনিময়ে দেশে বিজয় এসেছে। খুনিরা পালিয়েছে। সুযোগ এসেছে দেশ গড়ার। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর৷ আমাদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে৷

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার হয়নি, বিচার হয়নি। লেভেল প্লেয়িং মাঠ হয়নি। এ অবস্থায় কীসের ভিত্তিতে নির্বাচন করবেন। আমরা রাস্তায় নেমেছিলাম দেশকে উদ্ধার করার জন্য। আর একটি দল সন্ত্রাস, চাঁদাবাজিতে মেতেছে। যেনতেন নির্বাচনের মাধ্যমে এ দেশকে আর তাবেদার রাষ্টে পরিণত করতে চাই না।  


এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।