ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

পশু খাদ্যের জন্যও চালের চাহিদা বাড়ছে: উপদেষ্টা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, আগস্ট ২০, ২০২৫
পশু খাদ্যের জন্যও চালের চাহিদা বাড়ছে: উপদেষ্টা  উপদেষ্টা আলী ইমাম মজুমদার

দিনাজপুর: খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল শুধুমাত্র মানুষের খাদ্যের জন্য নয়। চাল গরু, ছাগলও খায়।

তাদের পালতে গেলে খাওয়াতে হয়। হাঁস-মুরগি খায়, মাছসহ অনেক প্রাণীই খায়। বর্তমানে চালের বহুবিধ ব্যবহার রয়েছে। তাই চালের উৎপাদনের সঙ্গে বাজারে চাহিদা না থাকলে এ জিনিসগুলো আসত না। যারা চাল আনেন, তারা মূলত বাজারে প্রফিটের সুযোগ দেখেই আনছেন।  

বুধবার (২০ আগস্ট) সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় কমিশনার, আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও আট জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর ও রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি।

সিন্ডিকেটের বিষয়ে খাদ্য উপদেষ্টা বলেন, লাইসেন্সধারীরা কতদিন এবং কী পরিমাণ চাল বা খাদ্যশস্য মজুদ রাখতে পারবেন, তা লাইসেন্সে নির্দিষ্ট থাকে। কেউ লাইসেন্স ছাড়া মজুদ করলে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে, অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার চাল তেঁতুলিয়ায় উদ্ধার হওয়ার বিষয়ে তিনি জানান, তখন খাদ্যবান্ধব কর্মসূচি চালু ছিল না। এ বিষয়ে ইনকোয়ারি চলছে। কোনো অনিয়ম থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

চালের বাজার বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি খাদ্য উপদেষ্টার।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।