ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

নভোএয়ার ভিক্টোরি-ডে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, ডিসেম্বর ১৭, ২০১৫
নভোএয়ার ভিক্টোরি-ডে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নভোএয়ার ভিক্টোরি-ডে কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
 
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলা আর্মি গলফ গার্ডেনে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি।



এ সময় গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ আর্মি গলফ ক্লাব ও নভোএয়ারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
 
এবার অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচ ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।

পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ছাড়াও ৩০ জন গলফার মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।  

১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৫৫০ জন প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নেন।

টুর্নামেন্টে বাংলাদেশি গলফারদের জন্য মায়ানমারে বিশেষ গলফ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
 
নভোএয়ার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে চার বছর ধরে বিজয় দিবস টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।