ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিংসের ফুটবলাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, আগস্ট ৩১, ২০২৫
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিংসের ফুটবলাররা

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ উপলক্ষে ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে।

বসুন্ধরা কিংস প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য জাতীয় দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকে এতদিন ছাড়েনি। ফিফা উইন্ডোতে ফেডারেশন চাইলে ক্লাবগুলো ম্যাচের ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য। এই আইন অনুসরণ করেই বসুন্ধরা কিংস এবার প্রীতি ম্যাচের জন্য ফুটবলারদের ক্যাম্পের শুরুতে ছাড়েনি। কিংস আগেই জানিয়েছিল, ৩১ আগস্ট খেলোয়াড় ছাড়বে তারা।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন পরিচালনার জন্য সাফ অনূর্ধ্ব-১৭ স্কোয়াড থেকেও চারজন ফুটবলার ডেকেছেন। গত এক সপ্তাহ ধরে জুনিয়র ফুটবলারের দিয়েই চলেছে জাতীয় দলের ক্যাম্প। আজ সন্ধ্যায় কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়েছেন।

দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেই হিসেবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আগামীকাল ও পরশু পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন। নেপাল ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরিকে চেয়েছিলেন কোচ। এই ম্যাচে তিনি আসবেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে। ম্যানেজার এ প্রসঙ্গে বলেন, "হামজার ব্যাপারে এখনও আলোচনা চলছে। তিনি আসলে সরাসরি নেপাল যাবেন এবং সেখান থেকেই আবার ইংল্যান্ড ফিরবেন। "

হামজা গতপরশু দিন লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলেছিলেন। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর জন্য ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই সপ্তাহের বিরতি রয়েছে।

এআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।