ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এশিয়া কাপে কোরিয়ার কাছে হেরে প্লেসিং রাউন্ডে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, সেপ্টেম্বর ১, ২০২৫
এশিয়া কাপে কোরিয়ার কাছে হেরে প্লেসিং রাউন্ডে বাংলাদেশ

এশিয়া কাপ হকির গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানের হার দিয়ে গ্রুপপর্বের লড়াই শেষ হয়েছে লাল-সবুজদের।

সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই চাপে পড়ে দল। প্রথম কোয়ার্টারে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় কোরিয়া। ৮ মিনিটে ফিল্ড গোল এবং ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পায় তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও আরও দুটি ফিল্ড গোল করে স্কোরলাইন ৪-০ করে ফেলে কোরিয়ানরা।

২২ মিনিটে বাংলাদেশের হয়ে জ্বলে ওঠেন পেনাল্টি কর্নারের বিশেষজ্ঞ সোহানুর রহমান সবুজ। তার গোলেই ব্যবধান কমে দাঁড়ায় ৪-১। তবে এরপর আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম গোল যোগ করে কোরিয়া। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই হারে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন প্লেসিং রাউন্ডে ৫ম থেকে ৮ম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে দল। তবে লক্ষ্য থাকবে ৫ম বা ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করা, কারণ এই অবস্থান নিশ্চিত করতে পারলেই বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।