ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

এশিয়া কাপ ফাইনাল: পাকিস্তানের ব্যাটিং ধস, ১৪৬ রানে অলআউট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, সেপ্টেম্বর ২৮, ২০২৫
এশিয়া কাপ ফাইনাল: পাকিস্তানের ব্যাটিং ধস, ১৪৬ রানে অলআউট

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শুরুটা দারুণ হলেও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলিং তাণ্ডবে পাকিস্তান ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১৪৬ রানে থেমে যায়।

১৯.১ ওভার টিকতে পেরেছে তাদের ইনিংস। ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান শুরুতে প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারে ভয়াবহ ব্যর্থতা দলকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

ইনিংসের শুরুতে ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। তাকে দারুণ সঙ্গ দেন ফখর জামান, ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। তবে এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।

সাইম আয়ুব করেন ১৪ রান, বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সালমান আলি আঘা (৮), মোহাম্মদ হারিস (০), হুসাইন তালাত (১), শাহীন আফ্রিদি (০) কিংবা ফাহিম আশরাফ (০)- কারও ব্যাটে রান আসেনি। শেষ দিকে হারিস রউফ (৬) ও মোহাম্মদ নওয়াজ(৬) চেষ্টা করলেও দলকে টেনে নিতে ব্যর্থ হন।

ভারতের বোলাররা সমানতালে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। কুলদীপ যাদব ছিলেন সেরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ভরসা দিয়েছেন অক্ষর প্যাটেল (৪-০-২৬-২) ও বরুণ চক্রবর্তী (৪-০-৩০-২)। জসপ্রিত বুমরাহও তার ধারাবাহিকতা ধরে রেখে নিয়েছেন ২টি উইকেট।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।