ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

খেলা

বিজয় দিবস মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন আনসার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জানুয়ারি ১২, ২০২৩
বিজয় দিবস মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন আনসার

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর  পৃষ্ঠপোষকতায় ‘মহান বিজয় দিবস মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২২’ এর ফাইনাল খেলা আজ (১২ জানুয়ারী) সম্পন্ন হয়েছে।

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৮-৩০, ২১-২৫, ২৫-১৮, ২৫-১৭, ১৫-১০ পয়েন্টে ৩-২ সেটে বাংলাদেশ পুলিশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫-০৭, ২৫-০৯ পয়েন্টে ২-০ সেটে মোহম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড  কলেজ কে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এছাড়াও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।