ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

খেলা

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি দল

চীনের লিজাংয়ে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব–১৭ টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে বাফুফে একাডেমি দল। আজ কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব–১৭ দলকে ৩–১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

প্রথমার্ধের ২৩তম মিনিটে হেদায়েতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে সাংহাই সমতায় ফেরে। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। তাহসান হয়ে ওঠেন নায়ক—৬৩ ও ৭৬ মিনিটে টানা দুটি গোল করে দলকে এনে দেন ৩–১ গোলের জয়।

গ্রুপপর্বেও দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে সানইয়াং দলকে ৪–০ গোলে হারায় তারা। এরপর শ্রীলঙ্কা একাডেমিকে উড়িয়ে দেয় ৮–০ ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে হারের পরও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় একাডেমি দল। আর সেখানেই আজকের এই দারুণ জয়।

আগামীকাল সেমিফাইনালে প্রতিপক্ষ হেনান প্রভিনশিয়াল এক্সপেরিয়েন্সিয়াল হাই স্কুল। দলের ম্যানেজার রাকিবুল ইসলাম লিজাং থেকে জানান, ‘ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী। আমরা চাই এই ধারাবাহিকতা ধরে রাখতে। আশা করি আগামী ম্যাচেও জয় পেয়ে ফাইনালে উঠবে। ’

এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে চীন–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে। এর অংশ হিসেবেই চীনের একটি বিশ্ববিদ্যালয়ের নারী দল মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের। আর ছেলেদের একাডেমি দল খেলছে লিজাংয়ের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।