ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হোটেলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, অক্টোবর ৮, ২০২৫
হোটেলে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ গ্রেপ্তার অসীম শেখ

ফরিদপুরের একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. অসীম শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অসীম শেখকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তার অসীম শেখ ফরিদপুর জেলা সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২০২৫ সালের ৫ জুন ফরিদপুরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ভয়ভীতি প্রদর্শন করে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় একই দিন ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।