ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, অক্টোবর ৮, ২০২৫
গাজীপুরে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোকানপাড় এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নিরসা কাজলাদিঘী এলাকার মো. রাকিব মিয়ার ছেলে বদরুল আলম (৫৫)।  

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী হাউসিং এলাকায় বসবাস করে মুদি দোকানে ব্যবসা করতো বদরুল আলম। সকালে তিনি মোটরসাইকেলযোগে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী যাচ্ছিল। এক পর্যায়ে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় পৌঁছায়। এ সময় একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যায়। এতে তিনি গুরুতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।