ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সারাদেশে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ১, ২০২৫
সারাদেশে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র সচিব বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি

যশোর: সারাদেশে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, এ দেশ সবার। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বসবাস করতে পারি, সেদিকটি খেয়াল রাখতে হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) যশোরের রামকৃষ্ণ আশ্রম দুর্গামন্দির এবং কেশবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

যশোর রামকৃষ্ণ আশ্রম দুর্গামন্দিরে তার পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গণ ছিল আনন্দঘন ও উৎসবমুখর।  

এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন- যশোর জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) রওনক জাহান।  

অতিথিদের স্বাগত জানান রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ঞ্জাপ্রকাশানন্দ মহারাজ।

পরিদর্শনকালে অতিথিরা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্ত ও দর্শনার্থীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

অন্যদিকে, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বুধবার কেশবপুর উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির, কেশবপুর সার্বজনীন শ্রীশ্রী হরিতলা সম্প্রীতি মন্দির, মাগুরাডাঙ্গার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও শ্রীগঞ্জ কালিতলা মন্দিরও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, যশোর ডিসি আজাহারুল ইসলাম, এসপি রওনক জাহান, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।