ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পিআরের নামে জামায়াত ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে: কায়সার কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, সেপ্টেম্বর ৩০, ২০২৫
পিআরের নামে জামায়াত ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে: কায়সার কামাল বক্তব্য দিচ্ছেন কায়সার কামাল

নেত্রকোনা: জামায়াত ইসলামী পিআর পদ্ধতির নামে ধর্মীয় উন্মাদনা ছড়ানোসহ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি অনুপ চক্রবর্তী।

কায়সার কামাল বলেন, যারা পিআরের কথা বলছেন, দেশের মানুষ পিআরের জন্য রক্ত দেয়নি; তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। পিআর পদ্ধতি ব্রিটেন, ভারত, কানাডা, অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশেও নেই।

তিনি বলেন, পিআরের দাবি ইশতেহারে থাকতে পারে, তবে সেটা নিয়ে নির্বাচন প্রলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা গণতন্ত্রবিরোধী।

কুমারী পূজা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, এই পূজা নারীর মধ্যে দেবীশক্তিকে সম্মান জানানোর প্রতীক। আমাদের দেশ অসাম্প্রদায়িক; সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।