ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে ভাড়া বাসায় ঝুলছিল বিউটিশিয়ানের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, সেপ্টেম্বর ৩০, ২০২৫
ফরিদপুরে ভাড়া বাসায় ঝুলছিল বিউটিশিয়ানের লাশ শান্তা ইসলাম। সংগৃহীত ছবি

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল শান্তা ইসলাম (৩৩) নামে এক বিউটিশিয়ানের লাশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শান্তা ফরিদপুরে ‘ইয়াং লাইফ এস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার’ নামে একটি বিউটি পার্লার ও লেজার সেন্টারের স্বত্বাধিকারী ছিলেন। তিনি ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। শান্তা বিবাহিত ছিলেন, তবে ২০২০ সালে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বাংলানিউজকে বলেন, শান্তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।