ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সহকর্মীর বিয়েতে মাগুরায় এসছেন দুই সৌদি নাগরিক

ডিস্ট্রিক করসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সহকর্মীর বিয়েতে মাগুরায় এসছেন দুই সৌদি নাগরিক

মাগুরা: সহকর্মীর বিয়েতে শুভেচ্ছা জানাতে সৌদি আরব থেকে সেদেশের দুজন নাগরিক এসেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর মোল্লাপাড়ায়।  

তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাবুখালী ফুটবল মাঠে এসে নামার পর এলাকাবাসী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এই গ্রামের সৌদি প্রবাসী আলী মোল্লার বিয়ে উপলক্ষে তারা এদেশে এসেছেন। আলী মোল্লা স্থানীয় আকবর মোল্লার ছেলে।  

এ সময় সৌদি নাগরিকদের সাথে বর আলী মোল্লা ছাড়াও তাদের আরো দুজন ব্যবসায়িক অংশীদার ছিলেন।  

বিদেশি অতিথিদের দেখতে ও হেলিকপ্টার উপভোগ করতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ ভিড় জমান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বাজারের অসংখ্য মানুষও এসময় উপস্থিত ছিল।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।