ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, সেপ্টেম্বর ২৫, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন সোনামসজিদ

চাঁপাইনবাবগঞ্জ:  সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে টানা আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় সরকারি ছুটি দুদিন, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারও (এ সপ্তাহের জন্য) ছুটি এবং উভয় দেশের আমদানি-রপ্তানিকারকদের সমঝোতায় আরও চারদিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি ও রপ্তানি হবে না। ৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।

তবে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে বলে জানিয়েছেন সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জামিরুল ইসলাম।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুল হক জানান, দুর্গাপূজায় সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট চারদিনের ছুটি নির্ধারিত আছে। কাস্টমস থেকে পাঠানো চিঠিতেও তা উল্লেখ করা হয়েছে। তবে ভারতের মহদিপুর রফতানিকারক সমিতির দেওয়া চিঠিতে আরও চারদিন কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এ কারণে মোট আটদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।