ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেয়াদ ছাড়া রসমালাই ও রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, সেপ্টেম্বর ২, ২০২৫
মেয়াদ ছাড়া রসমালাই ও রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চাঁদপুরে রসমালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস অ্যান্ড পেস্টি শপ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রসমালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস অ্যান্ড পেস্টি শপ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
 
জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়।  

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।