ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুর নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, সেপ্টেম্বর ২, ২০২৫
মেহেরপুর নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতার মৃত্যু 

মেহেরপুর: প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেল মেহেরপুর জেলা প্রমিলা ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুন। সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় যে।

সুস্মিতা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।  

প্রায় এক মাস আগে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায় সুস্মিতা। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর থেকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সোমবার মারা যায়।  

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে কিডনিতে জটিলতা দেখা দেয়, যা তার মৃত্যুর কারণ হয়।

সুস্মিতা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়নও হয়েছে সে।  

তার মৃত্যুতে হরিরামপুর গ্রাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলার ক্রীড়াঙ্গণে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।