ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জুলাই শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মে ২৩, ২০২৫
জুলাই শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

খুলনা: খুলনা সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবরে এ শ্রদ্ধা  জানান উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি মোনাজাতে অংশ নেন। তবে ছিলেন না শহীদ সাকিব রায়হানের বাবা।

পরে তিনি নির্ধারিত কর্মসূচি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)-এর বিভিন্ন প্রকল্প দেখতে যান। এ সময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ কেডিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবেরুল আলম বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। আগামীকাল শনিবার (২৪ মে) তার যশোরে কর্মসূচি রয়েছে।

এদিকে, সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান বলেন, কবর জিয়ারতের খবর তাকে আগে জানানো হয়নি। এজন্য তিনি জিয়ারতে অংশ নিতে পারেননি। তিনি সকাল থেকে তার নবপল্লীর মুদি দোকানে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছর(২০২৪) ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি পবিত্র কোরআনের ১৮ পারার হাফেজ। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফিরেন।

এমএরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।