ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মরদেহটি কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মে ২৩, ২০২৫
হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মরদেহটি কার

খুলনা: খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোরে খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শিপইয়ার্ড মেইন গেটের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।  

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত-পা বেঁধে প্রথমে তাকে জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।