ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, মে ২৩, ২০২৫
লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়ায় এ ঘটনা ঘটে।

 

ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়েছে। এসময় ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী (৭০) ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতে অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন স্বজনরা। পথে তিলপাড়া এলাকায় এলে ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে মৃতের সঙ্গে থাকা নারীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।  

মৃতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ডাকাতরা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, ওই স্থানটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকজনকে রাতে ওই সড়ক দিয়ে যাতায়াতের আগে জানাতে বলা হয়েছে, যাতে পুলিশ প্রহরা দেওয়া যায়। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যারা লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে আসেন, তাদের বিষয়টি জানা ছিল না। ফলে হামলা হয়েছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে গেছে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে হাওর দিয়ে পালিয়ে গেছে। ঘটনা পর থেকে আমাদের অভিযান চলছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।