বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কূটনীতির ক্ষেত্রে বিএনপির একমাত্র নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের স্বার্থ, জনগণের কল্যাণ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা তাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, এই নীতির আওতায় দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সব কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তারেক রহমান বলেন, ‘আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। ’
এটি কী ‘আমেরিকার ফার্স্ট নীতি’র মতো বৈশ্বিক রাজনীতির প্রভাব কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন, ‘না, ওদেরটা ওরা বলেছে, আমি ভাই বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কে কী বললো না, সবার আগে বাংলাদেশ- সিম্পল, কমপ্লিকেট করার কিছু নেই। ’
তিনি স্পষ্টভাবে জানান, বিএনপির কূটনৈতিক নীতি দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বাগ্রে রাখার ওপর ভিত্তি করে গঠিত।
এসবিডব্লিউ/আরবি