ইসলামবিদ্বেষী হওয়ার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ কথা বলেন।
গণঅধিকার পরিষদের ওই নেতা বলেন, এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে ও বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারেনি। আগামীতে পারবে না।
হেফাজত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দল গণঅধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। দেশে আমরা রাজনীতি করছি, আপনাদের মতো আমরা ইসলামিক দল নই, কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে নই। ইসলামিক মূল্যবোধকে ধারন করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না। আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা, আপনারা একটি অরাজনৈতিক শক্তি। কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না।
সরকারের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, কতজন মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছে, কতজন আহত হয়েছে, তাদের একটি তালিকা তৈরি করুন। শাপলা চত্বরে আওয়ামী ফ্যাসিবাদ যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার বিচার কিন্তু আজ কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। সুতরাং যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে, তাদের আইনের আওতায় আনুন। মাদ্রাসার শিক্ষার্থীদের, আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি।
ডিএইচবি/এএটি