ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মতিঝিলে আবার ‘চোরাগোপ্তা’ মিছিলের চেষ্টা আ.লীগের, আটক ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
মতিঝিলে আবার ‘চোরাগোপ্তা’ মিছিলের চেষ্টা আ.লীগের, আটক ৫ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা প্রতিরোধ করে জনতা। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ঢাকা: ঢাকার বিভিন্ন জায়গায় চলতি মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডারদের ‘চোরাগোপ্তা’ মিছিল বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরেও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছে তারা।

এসময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এর আগে গতকাল (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির ক্যাডাররা মিছিল বের করতে চাইলে জনসাধারণ তাদের ধাওয়া দেয়। এসময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

চোরাগোপ্তা মিছিলের সংখ্যা কিছুটা বেড়েছে স্বীকার করে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টার এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আশার অনুরোধ জানিয়েছেন।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়া আরিফ বাংলানিউজকে বলেন, গতকাল সোমবার দুপুরে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোকজন ব্যানার নিয়ে চোরা বিক্ষোভ মিছিল করার সময় একদম সাধারণ জনগণ তাদের প্রতিরোধ করে দুইজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এছাড়া আজ ভোরের দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোকজন ব্যানার নিয়ে চোরা বিক্ষোভ মিছিল করার সময় তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

এরা হলেন সাইদুল ইসলাম শাকিল (৩৪), আরিফুর রহমান (৩৮), তারিকুল ইসলাম (৩৬), আনোয়ারুল হক ও মোহাম্মদ মিরাজ। পাঁচজনের বিরুদ্ধেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে মতিঝিলে চোরাগোপ্তা মিছিল করার চেষ্টাকালে আটক দুইজনকে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, জনতা ওই দুজনকে ধরে পুলিশে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।