ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

সালমান এফ রহমানের ক্যাডারসহ দুইজন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, আগস্ট ২১, ২০২৫
সালমান এফ রহমানের ক্যাডারসহ দুইজন গ্রেপ্তার ফাইল ফটো

ঢাকা: ঢাকা জেলার দোহার থানার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজেদা ইসলাম শেখ রুনুকে (৩৬) কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৫ আগস্টের পর নিয়মিত ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার দোহার উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি) সহায়তায় দোহারের কুখ্যাত সন্ত্রাসী, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও উপজেলা চেয়ারম্যান আলমগীরের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত সফিকুল ইসলাম সেন্টু ওরফে পীর সেন্টু ওরফে হজ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।  

শফিকুল ইসলাম সেন্টু দোহার পৌর আওয়ামী লীগের সদস্য। এছাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা ছাত্রলীগ।  

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।