ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ: তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, অক্টোবর ৬, ২০২৫
শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ: তারেক রহমান তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ বা ভূমিকা তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান।

তারেক রহমান বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। গণতান্ত্রিক অধিকার সীমিত হলে প্রতিবারই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে তিনি অসুস্থ এবং মিথ্যা মামলায় কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে যদি খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হন, তবে তিনি অবশ্যই কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে বর্তমানে বলা যাচ্ছে না, তিনি প্রার্থী হিসেবে অংশ নেবেন কি না। ”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, “রাজনীতি পরিবারের উত্তরাধিকার নয়। নেতৃত্ব সংগঠন ও জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। আমি নিজে নির্যাতন, জেল-জুলুম ও মিথ্যা মামলার মধ্য দিয়ে গিয়েছি। সময়ই প্রমাণ করবে কে নেতৃত্ব দিতে সক্ষম। ”

নিজের স্ত্রী বা কন্যাকে রাজনীতিতে যুক্ত করার সম্ভাবনা নিয়ে জল্পনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সময় ও পরিস্থিতিই তা নির্ধারণ করবে। ”

এসবিডব্লিউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ