ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলন থেকে আসা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনী ও প্রশাসনের সঙ্গে সরকারের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়াও, করিডোর ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে সকল উপদেষ্টার নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের পটভূমি থেকে আসা যেসব উপদেষ্টার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে।
তিনি আরও উল্লেখ করেন, একটি মহল সামরিক বাহিনীসহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা উপদেষ্টাকে বলেছি আপনি সামরিক বাহিনীরসহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব প্রসঙ্গে নূর জানান, প্রধান উপদেষ্টা এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন এবং আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠকের আশ্বাস দিয়েছেন।
করিডোর ইস্যু নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বর্তমানে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সরকারের ডিসেম্বর থেকে জুনের অস্পষ্ট সময়সীমার সমালোচনা করে নূর বলেন, সময়ের মধ্যে রোজা আসবে, ঈদ আসবে, ইজতেমা আসবে। তাই আমরা বলেছি আপনি একটি সুনির্দিষ্ট মাসের কথা বলেন যেই মাসে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনসহ সকল বিষয়ে সরকারকে সহযোগিতা করবে।
উপদেষ্টা পরিষদের পুনর্গঠন নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য না করলেও, নুরুল হক নূর জানান যে উপদেষ্টা নিয়োগের সময় অনেক নতুন মুখ ছিলেন এবং বর্তমানে তাদের পারফরমেন্সের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হচ্ছে বলে তিনি স্বীকার করেছেন।
সরকারের প্রতি নিজেদের অসন্তোষের কথা জানিয়ে নূর বলেন, নয় মাস আগে যখন এই সরকার গঠিত হয়েছিল, তখন মিলে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম, সেই সমর্থন এখন আর নেই।
তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার মাধ্যমে চলমান সংকট নিরসনের উপর নূর গুরুত্বারোপ করেন এবং নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন।
ইএসএস/ডিএইচবি/এমএম