ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের ৫ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি: ছাত্রলীগ সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
দেশের ৫ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি: ছাত্রলীগ সভাপতি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছবি: শাকিল আহমেদ 

ঢাকা: যারা দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।  

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ও তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, লন্ডনের চোরের মন্তব্য, বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সংগ্রামই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। যারা হাওয়া ভবনের রাজনীতি কায়েম করতে চায়, গ্রেনেডের রাজনীতি কায়েম করতে চায়, দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি। আমরাই বিজয়ী হবো।

ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ঢাকাসহ গোটা দেশে নৌকা মার্কার ব্যালট বিপ্লব নিশ্চিত করার প্রত্যাশা রাখছি।  

আগামী দিনের লড়াই-সংগ্রামে ঢাকার রাজপথে ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।