ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
রাজধানীতে মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ 

ঢাকা: রাজধানীর রামপুরায় ঝুমুর (৫) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।  

রোববার (৭ আগস্ট) রামপুরা টিভি সেন্টারের পাশে কুঞ্জবন এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় এই ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনেরা বলছে, ওই শিশুর মা শম্পা মানসিক রোগী। তারা ধারণা করছে, সে তার সন্তানকে হত্যা করেছেন।

নিহত শিশুর বাবার নাম জসীমউদ্দীন। শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার বাসিন্দা। নিহত ঝুমুর পরিবারের সঙ্গে সাভার নবীনগর এলাকায় থাকত। তার এক ছোট ভাই আছে।

নিহত শিশুর মামা জামাল জানান, তার বোন শম্পা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। বেশ কয়েকদিন ধরে চিকিৎসার জন্য কুঞ্জবনে তার বাসায় ছিলেন। রোববার দুপুরের দিকে হঠাৎ শিশুটাকে নিয়ে তার মা শম্পা দরজার আটকিয়ে দেন। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়,  শম্পা শিশু ঝুমুরের বুকের মধ্যে কিল-ঘুষি মারছেন। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা আরও জানান, শিশুটির মা ছয় মাসের অন্তঃসত্ত্বা।  

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের কাছ থেকে জানা গেছে, তার মা মানসিক রোগী। সে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।   

রামপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়:  ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এজেডএস/ ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।