ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফটোশুট করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ফটোশুট করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

পটুয়াখালী: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ফটোশুট করে তহবিল সংগ্রহ করছেন পটুয়াখালীর একদল উদ্যোক্তা।

বৃহস্পতিবার (২৩ জুন) থেকে তারা এ কার্যক্রম শুরু করেন।

এটি চলবে জুন পর্যন্ত। নিজেদের ক্যামেরায় ছবি তুলে দিয়ে যে অর্থ পাচ্ছেন, তা বন্যা কবলিতদের সহায়তায় ব্যয় করবেন তারা।

কর্মসূচীর উদ্যোক্তা প্রতিচ্ছবি ইভেন্টের মুফিদুল ইসলাম তুহিন বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের এ কার্যক্রম শুরু করেছি। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার মতো তহবিল উঠেছে। ভালো সাড়া মিলছে সবার থেকে। যার যার সমার্থ অনুযায়ী যে যা পারছেন তাই দিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রতিদিন পটুয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যায়গায় গিয়ে আমাদের কর্মসূচীর বিষয়ে বলা হচ্ছে। আমি মনে করি, এরকম বন্যা বা দুর্যোগ আমাদের মাঝেও হতে পারে। তাই বানভাসীদের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারাই হবে আমাদের স্বার্থকতা। আর এ কাজে সহযোগিতা করছেন বুশরা, তুহিন, সিয়াম, মাহিন, অনু, ইমন, হাসি ও মেধাসহ আরও অনেকে।

এ উদ্যোক্তা আরও বলেন, চেষ্টা থাকবে নিজেরা গিয়ে ত্রাণ সহায়তা দিয়ে আসার। আর এটি সম্ভব না হলে ইতোমধ্যে যারা সাহায্য করছেন, তাদের কাছে টাকা পৌছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৫ জুন, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ