ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নামাজ পড়তে বলায় হত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
নামাজ পড়তে বলায় হত্যা! প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে নামাজ পড়তে বলায় এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৩ জুন) মারা যায় ওই কিশোর।

 

নিহত আজিজুল হক হৃদয় (১৪) উপজেলার মুগসাইর গ্রামের অটোরিকশা চালক রিপন মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে হৃদয় হাঁটতে যায়। এসময় ওই গ্রামের ইদ্রিস আলীকে, ‘নামাজ পড়তে আসো, একদিন তো মরতে হবে’ বলায় রেগে যায় সে। একপর্যায়ে ইদ্রিস ও তার সঙ্গে থাকা বন্ধুরা মিলে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করেন।  পরে আহত অবস্থায় হৃদয়কে স্থানীয়রা বাড়ি পৌঁছে দেন।  পরদিন বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে মারা যায় হৃদয়।

জানা গেছে, অভিযুক্ত ইদ্রিস একজন মাদক কারবারি।  

হৃদয়ের মা রিনা বেগম বলেন, নামাজ পড়তে বলায় ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। গতকাল এসে আবার আমাকে সাবধান করে দিয়ে বলেছে, আমি যেন আমার ছেলেকে শাসন করি। আমার ছেলে হত্যার বিচার চাই।

শুক্রবার দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৪ জুন ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।