ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালদ্বীপের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর আম উপহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
মালদ্বীপের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর আম উপহার

ঢাকা : বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে ৭০০ কেজি প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুন) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার পক্ষ থেকে উপহারের আম হস্তান্তর করা হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আহমেদ সালিমের কাছে এ উপহার হস্তান্তর করেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মালদ্বীপের প্রেসিডেন্ট’র পক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় হাইকমিশনার প্রথম সচিব সোহেল পারভেজ ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২৩ জুন, ২০২২
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।