ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কবর জিয়ারতে ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৩, ২০২২
কবর জিয়ারতে ঢল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকে প্রতিটি কবরস্থানে মানুষ পরিবারের প্রয়াতদের কবর জিয়ারত করেছেন।  

মঙ্গলবার (৩ মে) ফজরের নামাজের পর থেকে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে মানুষ জিয়ারত শুরু করেন।

রাত পর্যন্ত ঢল দেখা গেছে কবরস্থান জিয়ারতে আসা মানুষদের। এর মধ্যে বৃষ্টি হলেও তার মধ্যেই দেখা গেছে স্বজনদের কবর জিয়ারত করতে।

জিয়ারত করতে আসা আব্দুল্লাহ জানান, তার দাদা-দাদি, নানা-নানি, মাসহ পরিবারের প্রয়াতদের কবর এ কবরস্থানে। তিনি ঈদের নামাজ শেষে তাদের রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় দোয়া করতে এসেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।